কাকদ্বীপে ভয়াবহ আগুনে ভস্মীভূত বাড়ি
বিশ্বজিৎ হালদার,ব্রেকিং বেঙ্গলঃ ভয়াবহ আগুনে ভস্মীভূত হল ব্যবসায়ীর বাড়ি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে কাকদ্বীপ স্টেশনের কাছে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে খবর,সোমবার সন্ধ্যায় কাকদ্বীপের স্থানীয় বাসিন্দা রাজু দাসের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা যায়। আগুনে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে ভয়াবহ রুপ নেয়।দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটি।পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।ততক্ষনে আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় রাজু দাসের বাড়িটি।তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই।