গরমের ছুটিতে আসতে চলেছে পরমব্রত-কোয়েল অভিনীত রহস্যের ছবি ‘সাগরদ্বীপে যকের ধন’
ব্রেকিং বেঙ্গল বিনোদন ডেস্কঃ ফের একবার জুটি বাঁধদে চলেছেন পরমব্রত-কোয়েল। ছবি ‘সাগরদ্বীপে যকের ধন’। পরিচালক সায়ন্তন ঘোষালের ‘যকের ধন’ ছবির সিক্যুয়েল এটি। মঙ্গলবার ২১ মে প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সোশ্যাল মিডিয়ায় পরিচালকের পাশাপাশি পোস্টারটি শেয়ার করেছেন কোয়েল ও পরমব্রত দুজনেই। এই পোস্টারটি একটি থ্রিডি পোস্টার। এর আগে পরিচালক সায়ন্তন ঘোষালে ‘যকের ধন’ ছবিটি মন কেড়েছিল অনেক সিনেমাপ্রেমীর। প্রসঙ্গত, এর আগে যকের ধন ছবিতে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, সব্যসাচী চক্রবর্তী, কৌশিক সেন, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীদের। তবে ‘যকের ধন’ সিক্যুয়েল পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, ছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখোপাধ্যায় সহ আরও অনেকেই।