ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবিলায় প্রস্তুত পুলিশ-প্রশাসন
সৈকত ঘোষ, কাকদ্বীপঃ আর কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল। সমুদ্রে বিচরণ করার পর বেশ কিছুটা শক্তি সঞ্চয় করে সাগর এলাকায় আছড়ে পড়বে বুলবুল। এরপর এগিয়ে যাবে বাংলাদেশের দিকে। তবে যে কোন বিপর্যয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার উদ্যোগে ইতিমধ্যে চার হাজারের বেশি মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে অধিকাংশকেই রাখা হয়েছে স্থানীয় স্কুল ও ফ্লাট সেন্টার গুলিতে। মুড়িগঙ্গা নদীতে বন্ধ রাখা হয়েছে ভেসেল চলাচল। এলাকার মানুষজনদের সতর্ক করতে ওসি কৃষ্ণেন্দু বিশ্বাসের নেতৃত্বে লাগাতার মাইকিং চালানো হচ্ছে।
অন্যদিকে সাগর থানার উদ্যোগেও সতর্ক করা হয়েছে এলাকার বাসিন্দাদের।সাগর উপকূলের মানুষজনকে সরিয়ে আনা হয়েছে নিরাপদ দূরত্বে। গোটা সুন্দরবন জুড়ে খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। বন্ধ রাখা হয়েছে সুন্দরবনের সমস্ত ভেসেল পরিষেবা। যেকোনো ধরনের বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। তবুও আতঙ্ক পিছু ছাড়ছেনা সুন্দরবনের বাসিন্দাদের।