প্রসেনজিতের বদলে কলকাতা চলচ্চিত্র উৎসবের নতুন চেয়ারম্যান হলেন রাজ চক্রবর্তী
ব্রেকিং বেঙ্গল বিনোদন ডেস্কঃ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন চেয়ারম্যান হলেন পরিচালক রাজ চক্রবর্তী। কো-চেয়ারম্যান হলেন ইন্দ্রনীল সেন। এর আগে চেয়ারম্যান ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুজোর পরই কলকাতায় বসবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, প্রসেনজিৎকে বদল করা হতে পারে। রাজ চক্রবর্তী জানিয়েছেন, সরকার যে দায়িত্ব দিয়েছে, তা পালন করার চেষ্টা করবেন। ২৫ তম চলচ্চিত্র উৎসবকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।