ফের বিতর্কে জড়ালেন নোবেল, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান
ব্রেকিং বেঙ্গল বিনোদন ডেস্কঃ ‘রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাংলাদেশের আবেগ। বাংলাদেশের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে এই সোনার বাংলার যোগ অনেক বেশি এমনকী এই গানটিই বাংলাদেশের জাতীয় সংগীত হোক এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলও হয়েছিল’। সম্প্রতি একটি লাইভ সাক্ষাৎকারে এসে এমন মন্তব্য করেছেন নোবেল। জি বাংলা সা রে গা মা পা- এর এই সিজনে তিনি প্রীতমের সঙ্গে যৌথভাবে দ্বিতয় রানার্স আপ হয়েছেন। কেন নোবেল তৃতীয় হলেন এই নিয়ে আপাতত সোশ্যাল মিডিয়া সরগরম। তবে এর মধ্যেই আবারও তিনি জড়ালেন বিতর্কে। সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি নাকচ করে দিলেন। এমনকী সঙ্গে থাকা সঞ্চালক আবার বলেন, ‘হতে পারে…কবিগুরু তো অনেকদিন আগেই আমার সোনার বাংলা লিখেছিলেন’! সমালোচনায় এই প্রথমবার নন, আগেও জড়িয়েছেন তিনি। দুই দেশ জুড়েই নোবেলের অসংখ্য গুণমুগ্ধ শ্রোতা রয়েছেন। সা রে গা মা পার গ্র্যান্ড ফিনালেতে প্রিন্স মাহমুদের লেখা ও সুর করা আর জেমসের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘বাংলাদেশ’ গানটি গেয়েছিলেন নোবেল। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতে আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ ও প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’ গেয়েছিলেন তিনি।