বন্ধ হতে চলেছে ‘কফি উইথ করণ’
ব্রেকিং বেঙ্গল বিনোদন ডেস্কঃ এবার বন্ধ হতে চলেছে ‘কফি উইথ করণ’ টক শো টি । করণ জোহরের এই শো বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। গতবার বলিউডে ‘নেপোটিজম’ বিতর্ক তৈরি হয়েছিল ‘কফি উইথ করণ’ শোয়ের মাধ্যমেই। এবার ‘কফি উইথ করণ সিজন-৬’-ও বিতর্ক থেকে দূরে থাকতে পারল না। সৌজন্য ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, ও কে এল রাহুলের এপিসোড।এই শোয়ে এসে কফি কাউচে বসে যৌনতা সম্পর্কে হার্দিকে মন্তব্য ভাইরাল হয়। যার জন্য বাধ্য হয়ে এই এপিসোডটিই তুলে নেন করণ জোহর। তবে এবার শুধু হার্দিক পান্ডিয়ার এপিসোডই নয়, পাশপাশি শ্রদ্ধা কাপুরের এপিসোডও করণকে বাতিল করতে হয়। শোনা যাচ্ছে করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোটিই চিরকালের জন্য বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা।তবে কি ‘কফি উইথ করণ সিজন-৬’-ই শেষ সিজন।