বিয়ে করতে চলেছেন কপিল শর্মা
ব্রেকিং বেঙ্গল বিনোদন ডেস্কঃ বলিউডে এখন বিয়ের মরশুম। দীপিকা-রণবীরের পর এবার প্রিয়াঙ্কা-নিকের বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলল । এবার বিয়ে করতে চলেছেন টেলিভিশন দুনিয়ার তারকা হলেন খ্যাতনামা কৌতুক কপিল শর্মা। প্রেমিকা গিনির সঙ্গে বিের পিঁড়িতে বসার খবর অবশ্য আগেই প্রকাশ্যে এনেছিলেন কপিল। এবার প্রকাশ্যে আনলেন বিয়ের কার্ডও। আগামী ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কপিল-গিনি। ”কিছুদিন আগেই এক সংবাদমাধ্যমে কপিল শর্মা ও গিনি চাতার্থের বাগদান সাড়া হয়ে গিয়েছে বলে খবর প্রকাশ্যে এসেছিল। তবে অবশ্য বোম্বে টাইমসের কপিল বলেন, ”আমার ও গিনির এখনও বাগদান সম্পন্ন হয়নি। ১২ ডিসেম্বর জলন্ধরে আমাদের বিয়ের অনুষ্ঠান রয়েছে। তার আগে ১০ ডিসেম্বর আমার মা একটি ঘরোয়া ‘জাগরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছেন। ৩০ ডিসেম্বর গিনির বাড়িতে ‘অখণ্ড পথ’ (শিখ রীতি রেওয়াজ) হবে। আমাদের প্রাক বিয়ের অনুষ্ঠানের মধ্যে মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে। সেগুলিও হবে। আগামী ২২ ডিসেম্বর রিসেপশন পার্টিরও আয়োজন রাখা হয়েছে। বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষে আমরা মধুচন্দ্রিমা এই মুহূর্তে মধুচন্দ্রিমায় যেতে পারছি না, কারণ আমাকে আমার শোয়ের শ্যুটিং শুরু করতে হবে। ”দীর্ঘদিনের বান্ধবী গিনি চাতার্থের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন কপিল শর্মা।
I want advertisment
Contact Us= 9732635117