মা হতে চলেছেন গায়িকা নেহা কক্কর, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে
ব্রেকিং বেঙ্গল বিনোদন ডেস্কঃ অক্টোবর মাসের ৯ তারিখ প্রেমিক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। ২৪ অক্টোবর দিল্লির গুরুদ্বারে রোহনপ্রীতের সঙ্গে বিয়ে সারেন। আর ডিসেম্বর শেষ হওয়ার আগেই বলিউড গায়িকার অন্তসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। জল্পনার আগুনে ঘৃতাহুতি দিয়েছেন নেহা স্বয়ং। স্বামীর সঙ্গে স্ফীত মধ্যপ্রদেশ নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন ‘খেয়াল রাখিয়া কর’।২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন নেহা। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি শেয়ার করেছিলেন দু’জনে। ২০১৯ সালে মানসিক অবসাদের শিকার হওয়ার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন নেহা। কিন্তু করোনা কালেই নিজের জীবনসঙ্গীকে খুঁজে পান পপ তারকা। সেকথাও ইনস্টাগ্রামে জানাতে দ্বিধা করেননি। ‘নেহু দা বিয়া’ নামের মিউজিক ভিডিও করতে গিয়ে দু’জনের প্রেম। স্বল্প সময়ের প্রেমেই সারা জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার। করোনা পরিস্থিতিতে দিল্লিতে বসেছিল বিয়ের আসর। খুব বেশি মানুষ নিমন্ত্রিত না হলেও আয়োজনের জেল্লা কম ছিল না।অক্টোবরের ২৪ তারিখ থেকে শুক্রবার দু’মাসও সম্পূর্ণ হয়নি নেহার বিয়ের। এরমধ্যেই অন্তসত্ত্বা বলিউড গায়িকা? বিস্মিত নেটিজেনরা।