মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার নতুন গান ‘খুলকে জিনে কা’
ব্রেকিং বেঙ্গল বিনোদন ডেস্কঃ ১৪ জুন গোটা বিশ্ববাসীকে হতবাক করে মৃত্যুলোকে পাড়ি দিয়েছেন সুশান্ত সিং রাজপুত ৷ তাঁর জীবনের এরকম পরিণতি এখনও যেন মেনে নিতে পারছে না কেউ৷ সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন ! তা নিয়ে এখনও রহস্য বেড়েই চলেছে৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সামনে এসেছে বলিউডের বিভৎস চেহারা ৷ নেপোটিজম বিতর্ক ৷ একের পর এক নাম জড়িয়েছে বলিউডের বিগ স্টারদের ৷ সোশ্যাল মিডিয়ায় সুশান্তের জন্য ন্যায় চেয়ে নানা ফোরাম ! এরই মধ্যে সময় জলের মতো এগিয়ে গিয়েছে ৷ এক মাস কেটে গেল সুশান্ত নেই ! মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার নতুন গান ‘খুলকে জিনে কা’ ৷ গানের মধ্যে ফুটে উঠল প্রেমিক নায়ক সুশান্তের সেই ঝলমলে রূপ ৷ প্যারিসের রাস্তায় সঞ্জনার সঙ্গে ভালোবাসা ছড়িয়ে পড়ল এই নতুন গানে ৷ ২৪ জুলাই হটস্টার-ডিজনিতে মুক্তি পেতে চলেছে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’।