যোধপুর পার্কের ফ্ল্যাট থেকে মিলল অভিনেত্রীর মৃতদেহ, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ব্রেকিং বেঙ্গল ওয়েব ডেস্কঃ বলিউড অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের রহস্য় মৃত্যু। যোধপুর পার্কের বাড়ি থেকে অভিনেত্রীর দেহ উদ্ধার করল পুলিস। পুলিস সূত্রে খবর, অভিনেত্রীর নাক, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। বাড়ির দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। আর্যাকে সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, সকালে বাড়ির পরিচারিকা এসে বারবার ডাকাডাকি করে সাড়া পাননি। তিনি প্রতিবেশীদের জানালে তাঁরা পুলিসে খবর দেন। এরপরই লেক থানার পুলিস গিয়ে বাড়ির তিনতলার ঘরে অভিনেত্রীকে মৃত অবস্থায় পান। এই ঘটনায় রহস্য মৃত্যু হিসাবেই তদন্ত শুরু করেছে পুলিস। তবে প্রথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েও মৃত্যু হয়ে থাকতে পারে আর্যার। ইতিমধ্যেই আর্যা বন্দ্যোপাধ্যায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।স্বাভাবিকভাবেই এমন ঘটনায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। বছর পঁয়ত্রিশের অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।পরিচারিকা কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না। কারও সঙ্গে তেমন যোগাযোগও ছিল না। একাই থাকতেন।মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। বলিউড ছবি লাভ সেক্স অউর ধোকা এবং বিদ্যা বালানের ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়াও ‘সাবধান ইন্ডিয়া’র মতো জনপ্রিয় টেলিভিশন ক্রাইম শোয়েও দেখা গিয়েছে তাঁকে। তাঁর মৃত্যুতে থমথমে গোটা এলাকা।