লকডাউনে ক্ষতিগ্রস্ত ৪০০-র বেশি শ্রমিক পরিবারকে আর্থিক সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা সোনু সুদ
ব্রেকিং বেঙ্গল বিনোদন ডেস্কঃ করোনা সংক্রমণ ও তার জেরে চলা লকডাউনের সময় বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের তাঁদের রাজ্যে ফেরানোর জন্য এগিয়ে এসেছিলেন বলিউডের অভিনেতা সোনু সুদ। কখনও বাসে করে, কখনও বা বিমান ভাড়া করে শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন তিনি। পেয়েছেন রীতিমতো নায়কের মর্যাদা। ফের একবার এগিয়ে এলেন সোনু সুদ। লকডাউনে ক্ষতিগ্রস্ত ৪০০-র বেশি শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য করার আশ্বাস দিয়েছেন অভিনেতা।জানা গিয়েছে, লকডাউনের সময় যেসব শ্রমিকরা মারা গিয়েছেন, বা আহত হয়েছেন, সেরকম ৪০০-র বেশি পরিবারকে সাহায্য করবেন অভিনেতা। ইতিমধ্যেই ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের একাধিক রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে সোনু সুদের। লকডাউনে মৃত বা আহত শ্রমিকদের পরিবারের খোঁজ করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বের করার আবেদন করেছেন অভিনেতা। সেই বিষয়েই কাজ করছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনগুলি। বড় পর্দায় ভিলেনের অভিনয় করা সোনু সুদের মানবিক মুখ দেখা গিয়েছে লকডাউনের মধ্যে। নিজের দায়িত্বে হাজারের বেশি শ্রমিককে বাড়ি ফিরিয়েছেন তিনি। তাঁদের জন্য বাস, ট্রেন, এমনকি বিমানের বন্দোবস্ত পর্যন্ত করেছেন। যাতায়াতের সময় খাবারও তুলে দিয়েছেন। মহারাষ্ট্র থেকে শুরু করে তামিলনাড়ু, কেরল হয়ে বিহার, সব রাজ্যের শ্রমিকদের জন্য সমান উদ্যোগ নিয়েছিলেন অভিনেতা। শ্রমিকদের জন্য একটা হেল্পলাইন নম্বরও চালু করেছিলেন অভিনেতা। যাঁদের সমস্যা হয়েছে, তাঁদের সেই নম্বরে ফোন করে জানানোর কথা বলেছিলেন তিনি। ঘূর্ণিঝড় নিসর্গের সময় মহারাষ্ট্রের আলিবাগে ল্যান্ডফলের আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ। অভিনেতা ও তাঁর টিম মুম্বইয়ের উপকূল এলাকায় থাকা ২৮ হাজারের বেশি মানুষকে বিভিন্ন স্কুল-কলেজে নিয়ে গিয়েছিলেন। তাঁদের খাবারের ব্যবস্থাও করেছিলেন অভিনেতা। এপ্রিল মাসে মুম্বইয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের হোটেলও দিয়ে দিয়েছিলেন অভিনেতা। এই কাজের জন্য নেটিজেনদের তরফে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে।