শুক্রবার থেকে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা
ব্রেকিং বেঙ্গল ওয়েব ডেস্কঃ শুক্রবার থেকেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহী উদ্দেশে ভারত থেকে রওনা দিতে পারে আন্তর্জাতিক সংস্থার বিমান। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী । ওই দেশগুলির সঙ্গে ইতিমধ্যে এবিষয়ে চুক্তি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি আরও জানান, জার্মানির সঙ্গে এবিষয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত তাদের সঙ্গে এবিষয়ে কোনও চুক্তি হয়নি ভারতের। তা সম্পন্ন হলে সেদেশেও পাড়ি দেবে বিমান। জানা গিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলেও আগের মতো যাত্রী হবে না। এটা ধরে নিয়েই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সঙ্গে আমাদের বিমান চলাচলের বিষয়ে একটি চুক্তি হয়েছে। ভারত-সহ ওই দেশগুলিতে সংক্রমণ রুখতে যে বিধিনিষেধ রয়েছে তা মেনেই এই পরিষেবা দেওয়া হবে। জার্মানির সঙ্গেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চুক্তি হয়নি। এর পাশাপাশি আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করতে আগ্রহী আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। অসামরিক বিমানমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১৭ তারিখ থেকে ভারত ও আমেরিকার মধ্যে বিমান চলাচলের বিষয়ে চুক্তি হয়েছে। তা অনুযায়ী দুটি সংস্থা এই পরিষেবা দেবে। ফ্রান্স ও ভারতের মধ্যে বিমান পরিষেবা শুরু হতে চলেছে ১৮ তারিখ থেকে। চলবে পয়লা আগস্ট পর্যন্ত। ভারতের দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু থেকে প্যারিস পর্যন্ত এয়ার ফ্রান্সের মোট ২৮টি বিমান চলাচল করবে। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহী ও ভারতের মধ্যে যাতায়াত করবে বিভিন্ন সংস্থার বিমান। আর ব্রিটেন ও ভারতের মধ্যে চলাচল করবে এয়ার ইন্ডিয়ার বিমান।